বিভিন্ন সময় গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের নিয়ে সভা করে দেশের মধ্যে বিএনপি একটা ধুম্রজাল সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, গুমের শিকার ব্যক্তিরা আসলে পলাতম দাগি আসামি। সকালে তথ্য ভবনে আয়োজিত বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন এ্যাটকোর আয়োজনে বাংলাদেশ ও চিরঞ্জীব বঙ্গবন্ধু শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘গুম প্রতিরোধ দিবসে বিএনপিকে এমন কয়েকজনকে নিয়ে সভা করতে দেখলাম, যাদের অনেকেই দাগি এবং পলাতক আসামি।’
এ সময় তিনি, বিএনপি দাগি বা পলাতক আসামিদের পক্ষে দাঁড়াচ্ছে কি-না সেই প্রশ্নও ছোড়েন। বলেন, ‘আমরা দেখেছি বিএনপি যাদের গুম করা হয়েছে বলে অভিযোগ করছেন, তাদের মধ্যে অনেকে ফিরেও এসেছেন। আবার অনেক দাগি আসামি পলাতক রয়েছেন। তাদেরকে গুম করা হয়েছে এমন তথ্য ছড়িয়ে দেশের মধ্যে ধুম্রজাল সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।’
গুমের যে তালিকা বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে এর মধ্যে কয়েকজন ফেরত এসেছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘সে তালিকায় ২০ বছর আগে বিএনপির সময় গুম হয়েছেন এমন ব্যাক্তিদের নামও রয়েছে।’
এ সময় তথ্যমন্ত্রী মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিএনপির বক্তব্যেরও সমালোচনা করেন হাছান মাহমুদ। বিএনপিকে উদ্দেশ্যে করে বলেন, ‘আন্দোলনের নামে দেশের মানুষকে অবরুদ্ধ করা কি মানবাধিকার লঙ্ঘন নয়? রাজনীতিরে নামে পেট্রোল বোমা দিয়ে মানুষ মারা কি মানবাধিকার লঙ্ঘন নয় ‘
হাছান মাহমুদ টকশো'র বক্তাদের সমালোচনা করে বলেন, ‘রাত ১২টার পর টক শো হয়। সেখানে এমন কিছু বক্তা আছে যারা দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে রীতিমতো দেশবিরোধী প্রোপাগান্ডা ছড়াচ্ছে। অথচ, বিশ্বের বিভিন্ন সংস্থা বাংলাদেশের অর্থনীতি মজবুত আছে বলে তাদের সমীক্ষায় তুলে ধরেছেন।’