দক্ষিণ নাইজেরিয়ার পোর্ট হারকোর্ট শহরের একটি গির্জায় খাবারের জন্য হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্তত ৩১ জন নিহত। এ সময় আরও সাতজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, শনিবার ভোরে গির্জায় খাবার গ্রহণের জন্য শত শত মানুষের হুড়োহুড়িতে একটি গেট ভেঙ্গে যায়। এর ফলে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। দেশটির রিভার অঙ্গরাজ্যের রাজধানী পোর্ট হারকোর্টের পুলিশ মুখপাত্র গ্রেস ইরিঞ্জ-কোকো বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সকে ইরিঞ্জ-কোকো বলেছেন, লোকেরা আগে থেকেই খাবারের জন্য সেখানে জড়ো হয়েছিল। সে সময় কেউ কেউ অধৈর্য হয়ে ছুটতে শুরু করলে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় তদন্ত চলছে এবং পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।
পাঞ্চ নামে স্থানীয় একটি নিউজ আউটলেট জানায়, পোর্ট হারকোর্ট পোলো ক্লাবে অনুষ্ঠিত দ্য কিংস অ্যাসেম্বলি ‘শপ ফর ফ্রি’ চ্যারিটি ইভেন্টের জন্য অনেক লোক জড়ো হয়।
আলজাজিরার প্রতিবেদন থেকে, নিহত ও আহতদের নিকটবর্তী পোর্ট হারকোর্ট সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।