নটিংহ্যামে শুক্রবার মাঠে নেমেছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। দু'দলের দ্বিতীয় টেস্ট এটি। এর আগে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচ শুরুর আগে বিপদেই রয়েছে সফরকারী নিউজিল্যান্ড। কেননা কোভিড উপসর্গ থাকায় এই ম্যাচে নেই নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন।
দিনের শুরুতে উইলিয়ামসনের না থাকার বিষয়টি নিশ্চিত করেন নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড। করোনাভাইরাসের উপসর্গ থাকায় কেন উইলিয়ামসনকে এই ম্যাচে পাচ্ছে না দলটি। উইলিয়ামসন না থাকায় নিউ জিল্যান্ডকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।
উইলিয়ামসনের মধ্যে বৃহস্পতিবার হালকা উপসর্গ দেখা যায়। পরে রাতে করানো র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় তার শরীরে কোভিড-১৯ এর অস্তিত্ব মেলে। আপাতত পাঁচ দিনের আইসোলেশনে থাকতে হবে তাকে।
উইলিয়ামসনের পরিবর্তে হামিশ রাদারফোর্ডকে দলে যোগ করেছে কিউইরা। স্টারশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে ইংল্যান্ডেই আছেন তিনি। ম্যাচের দিন সকালেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তার।নিউ জিল্যান্ড দলের বাকি সবার কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।