ইন্দোনেশিয়ার বিপক্ষে একমাত্র প্রীতি ফুটবল ম্যাচে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জলক হারুপাত সোরেং স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে ক্যাবরেরার বাহিনী। ফিফা র্যাংকিয়ে বাংলাদেশের চেয়ে ২৯ ধাপ এগিয়ে ইন্দোনেশিয়া ফুটবল দল।
এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে ইন্দোনেশিয়ার বিপক্ষে সেরা খেলাটা উপহার দিতে চায় বাংলাদেশ। অন্যদিকে, ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে জয়ের বিকল্প ভাবছে না স্বাগতিক ইন্দোনেশিয়া। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে।