এক ম্যাচ হাতে রেখেই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। কুইন্স পার্ক ওভাল স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবীয়দের ২ উইকেটে হারিয়েছে সফরকারীরা।
টস জিতে আগে ব্যাট করতে নেমে ওপেনার শাই হোপ এবং অধিনায়ক নিকোলাস পুরানের দারুণ ব্যাটিংয়ে ৬ উইকেটে ৩১১ রানের বড় সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ১১৫ রান করেছেন হোপ আর পুরান করেছেন ৭৪ রান।
জবাবে ব্যাট করতে নেমে শ্রেয়াশ আইয়ার, সানজু স্যামসন ও আক্সার পাটেলের অর্ধশতকের সুবাদে ৮ উইকেট হারিয়ে ২ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌছায় ভারত। ৬৪ রান ও একটি উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছে ভারতের আক্সার পাটেল।