গত কয়েকদিন ধরে চলা বন্যায় মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ১৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় মিডিয়ার বরাদ দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।
ওমান রয়েল পুলিশের ডিরেক্টর জেনারেল বিগ্রেডিয়ার মুহাম্মদ বিন নাসির আল কিনদি জনিয়েছেন, বন্যায় এ পর্যন্ত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। গত পাঁচদিন ধরে উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
দেশটির সিভিল ডিফেন্স এবং অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ জানিয়েছেন, বন্যায় এক পরিবারের আটজন নিখোঁজ রয়েছে।
গত রোববার থেকে ওমানে বৃষ্টিপাত শুরু হয়েছে। আরব সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় মৌসুমি বায়ূর প্রভাবে দেশটিতে ভারী বৃষ্টিপাত দেখা দিয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বর্তমানে ভারতের উপকূলীয় অঞ্চল গুজরাটের কাছে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। শুক্রবার রাতে এবং শনিবার সকালে এটি একটি গ্রীষ্মমন্ডলীয় নিম্নচাপে পরিণত হয়ে আগামী দুই দিনের মধ্যে ওমান সাগরের উপকূলের পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
এদিকে নিম্নচাপের প্রভাবে সমুদ্র উপকূলীয় এলাকা প্রায় ৪ ফুট পানিতে তলিয়ে গেছে। দেশটিতে বন্যা পরিস্থিতি আগামী কয়েক দিনের মধ্যে উন্নতি হওয়ার সম্ভাবনা নেই।