কোন বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মিথ্যা মামলা করা বিচার বিভাগের জন্য হুমকি, এমন মন্তব্য করেছে হাইকোর্ট। এভাবে মামলা করলে সুপ্রিম কোর্ট থাকবে না। এর মাধ্যমে বিচার ব্যবস্থাকেই চ্যালেঞ্জ করা হয়েছে বলেও মন্তব্য করে হাইকোর্ট।
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করেন ব্যারিস্টার নাজমুল হুদা। পরে তদন্তে মামলা মিথ্যা প্রমাণ হওয়ায়, নাজমুল হুদার বিরুদ্ধে মামলা করে দুদক।
সেই মামলা বাতিল চেয়ে করা আবেদন মঙ্গলবার (৭ জুন) খারিজ করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ।
বিচারিক আদালতে নাজমুল হুদার বিরুদ্ধে চলা মামলা ৬ মাসের মধ্য নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এস কে সিনহার বিরুদ্ধে ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় একটি মামলা করেন ব্যারিস্টার নাজমুল হুদা। মামলার অভিযোগে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার বিরুদ্ধে হওয়া একটি মামলা উচ্চ আদালতে ডিসমিস করার পরও প্ররোচিত হয়ে মামলাটির রায় পরিবর্তন করা হয়। মামলাটি ডিসমিস করতে দুই কোটি টাকা ও অন্য একটি ব্যাংক গ্যারান্টির আড়াই কোটি টাকার অর্ধেক এক কোটি ২৫ লাখ টাকা উৎকোচ চান এস কে সিনহা।
মামলায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে উল্টো ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধেই ২০২০ সালে মামলা করে দুদক।