বিশ্বব্যাপী করোনায় সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে। গেল একদিনে প্রাণহানি হয়েছে এক হাজার আটশ'র বেশি মানুষ। মহামারির নতুন ধাক্কায় বিপর্যস্ত জাপান। বেশ কয়েকদিন ধরেই সর্বোচ্চ শনাক্ত হচ্ছে দেশটিতে।
শুক্রবার জাপানে শনাক্ত হয় এক লাখ ৮০ হাজারের বেশি নতুন করোনা রোগী। প্রাণহানি ৩৮ জনের। এর আগে বৃহস্পতিবারেও সেখানে শনাক্ত ছিলো এক লাখ ৮৬ হাজারের বেশি। এদিকে, শুক্রবার যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেছে তিনশ' ২১ জন। শনাক্ত এক লাখ ৬ হাজারের বেশি।
এদিন ব্রাজিলে মারা গেছে দুইশ' ৭৫ জন। মহামারির শুরুর দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও নাজুক অবস্থা অস্ট্রেলিয়ায়। মৃত্যহার রেকর্ড ছাড়িয়েছে নিউজিল্যাণ্ডে। ওমিক্রনের বিএ ফাইভ উপধরনের কারণেই সেখানে নতুন ঢেউ, বলছে কর্তৃপক্ষ। গেল সাতদিনে সেখানে মৃত্যু হয়েছে দেড়শ'র বেশি মানুষের। এদিকে, ভারতে গেল একদিনে ২১ হাজারের বেশি শনাক্তের পাশাপাশি মারা গেছে ৬৭ জন। এনিয়ে সারা বিশ্বে করোনায় মৃত্যু ছাড়িয়েছে ৬৪ লাখ ১ হাজার। শনাক্ত ৫৭ কোটি ৩৮ লাখের বেশি।