এবার আইএসের হামলার প্রতিবাদে আফগানিস্তানের নানগারহারে আইএস ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, এতে শত্রুরা মারা গেছে।
এমন পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের দ্রুত কাবুল বিমানবন্দর ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিমানবন্দরে বোমা হামলায় নারী-শিশুসহ এপর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৫ জনে।
হামলার এই ঘটনায় বৃহস্পতিবারই ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমরা ক্ষমা করবো না, এই হামলার কথা ভুলেও যাবো না। হামলাকারীদের অবশ্যই খুঁজে বের করবো এবং জড়িতদেরকে এর মূল্য দিতে হবে।
বিমানবন্দরে ফের হামলা হতে পারে বলছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেয়ার আর মাত্র ৩ দিন বাকী।
এরই মধ্যে সব নাগরিকদের নিরাপদে সরিয়ে নিয়ে এভাকুয়েশন ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে স্পেন, তুরস্ক, জার্মানি ও পর্তুগাল সহ অনেক দেশ। শেষ মুহুর্তে দেশটিতে থাকা ৫০০ মার্কিন নাগরিককে উদ্ধারে সরাসরি তাদের সাথে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র।