বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সরকার পদ্মা সেতু তৈরি, মেট্রোরেল করেছেন, সব উন্নয়ন করেছে তাহলে একটা ফেয়ার নির্বাচন দিয়ে দেখেন ফলাফল কি হয়! এত উন্নয়ণ করেছেন তাহলে সুষ্ঠু নির্বাচন দিতে এত ভয় কেন?
সোমবার (২৭ জুন) সকালে নাটোরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে নাটোর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ছাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব রহিম নেওয়াজসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতারা।