উজানের ঢল আর বৃষ্টিতে পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তাসহ দেশের বড় নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ৯টি নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। এতে উত্তর ও মধ্যাঞ্চলে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে আছে ১৩টি জেলার লাখো মানুষ। এছাড়া প্রবল স্রোতে বসতভিটাসহ আবাদী জমি নদী গর্ভে চলে যাচ্ছে।
ভাঙ্গন হুমকিতে রয়েছে বিভিন্ন স্থাপনা। তলিয়ে গেছে রাস্তা-ঘাট। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। বেড়েছে পানিবাহিত নানা রোগ। তবে আগামী ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলে কয়েকটি নদীর পানি কমতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
এতে কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা এবং বগুড়া জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। এদিকে, প্রবল স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে আজো ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। দুই ঘাটে পারাপারের অপেক্ষায় আছে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক।