সমাজের নানা ক্ষেত্রে যে নারীরা অসামান্য অবদান রাখছেন, তাদের কাজের যথাযথ স্বীকৃতি স্বরূপ সম্মাননা দিচ্ছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন 'জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ'। আর তাদের মধ্যে নিজের কাজের জন্য ‘উইমেন অব ইনস্পিরেশন অ্যাওয়ার্ড ২০২২’ পেয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
মঙ্গলবার (৫ জুলাই) নিজের ফেসবুকে পুরষ্কার পাওয়ার কিছু ছবি শেয়ার করেন বাঁধন। সেখানে তিনি লেখেন, 'এই সম্মানের জন্য জেসিআই বাংলাদেশকে ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি, এটি অনেক নারীকে অনুপ্রাণিত করবে কারণ তারা তাদের অধিকার ও স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে।
এ প্রসঙ্গে জেসিআই বাংলাদেশ প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘আমরা সবসময় লিঙ্গ সমতা নিয়ে কাজ করি। আমাদের সংগঠন পুরুষদের পাশাপাশি নারী নেতৃত্বে বিশ্বাসী। সমাজের বহু নারী আছেন যারা অনেক পুরুষদের চেয়েও ভালো কাজ করছেন, মূলত বিভিন্ন সেক্টরে কাজ করা সাহসী নারীদের আরো অনুপ্রাণিত করতেও গত ৫ বছর ধরে আমাদের এই পুরস্কার প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। আশা করছি এই উদ্যোগ নারীদের আরো বেশি আত্মবিশ্বাসী হতে সাহস যোগাবে। ’
এ বছর ১৪ জন সফল নারীকে ‘উইমেন অব ইনস্পিরেশন অ্যাওয়ার্ড-২০২২’ দিয়েছে জেসিআই বাংলাদেশ।