ইরাকের উত্তরাঞ্চলীয় প্রদেশ সিনজারে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। নিরাপত্তা সূত্র জানিয়েছে, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সাইট লক্ষ্য করে চালানো এই হামলায় কমপক্ষে দুইজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। খবর আল আরাবিয়ার।
তারা বলছে, একটি গোয়েন্দা সদরদপ্তরকে লক্ষ্য করে একটি হামলা চালানো হয়। অন্য হামলাটি একটি কাউন্সিল ভবন আঘাত করে। এতে কাছাকাছি দোকানগুলোর ক্ষতি হয়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে ঘন ধোঁয়া এবং আগুন জ্বলতে দেখা যায়। এ সময় মানুষজনকে রাস্তায় দৌঁড়ে পালাতে দেখা যায়। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে ভিডিওগুলো যাচাই করতে পারেনি।
পিকেকে এবং সিরিয়ার কুর্দি ওয়াইপিজি মিলিশিয়ার জঙ্গিদের বিরুদ্ধে ইরাক এবং সিরিয়ায় দীর্ঘদিন ধরে তুর্কি অভিযান চলছে। এই দু’টি গ্রুপকেই আঙ্কারা সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।
তুরস্ক নিয়মিতভাবে উত্তর ইরাকে বিমান হামলা চালায় এবং তাদের আক্রমণকে সমর্থন করার জন্য কমান্ডো পাঠিয়েছে দেশটি। গত এপ্রিলে বাগদাদ আঙ্কারাকে তার সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ করার পর তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরাকি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে পাঠায় এবং ইরাকি ভূখণ্ড থেকে তার সব বাহিনী প্রত্যাহারের আহ্বান জানায়।