ইউক্রেনে হামলা চালানো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘ঐতিহাসিক এবং মৌলিক’ ভুল ছিল বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
শুক্রবার (তেসরা জুন) ফরাসি মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ একথা বলেন।
ম্যাক্রোঁ বলেন, ‘আমি মনে করি এবং আমি তাকে বলেছিলাম, দেশের জনগণের জন্য, নিজের জন্য এবং ইতিহাসের জন্য তিনি একটি ঐতিহাসিক ও মৌলিক ভুল করেছেন। আমি মনে করি এই হামলা চালিয়ে তিনি জনগণ থেকে নিজেকে বিচ্ছিন্ন করেছেন।’
ফরাসি প্রেসিডেন্ট বলেন, রাশিয়াকে ‘অপমানিত করা উচিত নয় ... যাতে যুদ্ধ বন্ধ হয়ে গেলে কূটনৈতিক উপায়ে একটি পথ প্রশস্ত করতে পারি’।
এসময় তিনি কিয়েভ সফরের সম্ভাবনার বিষয়টি উড়িয়ে দেননি।
গত ২৪শে ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এ যুদ্ধে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড এখন রাশিয়ার হাতে।
এ যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছিলেন ম্যাঁক্রো। তবে বেশ কয়েকবার আলোচনার পরও পুতিনের সাথে সমঝোতা করতে পারেনি। অন্যদিকে, যুদ্ধ পরিস্থিতি আরো ঘোলাটে হচ্ছে। দীর্ঘস্থায়ী যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে ।