ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ লাভের আবেদন করায়, ইউক্রেনের উপর আক্রমণ আরও জোড়ালো করবে রাশিয়া। এমন আশংকা করছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ইইউ প্রার্থিতা সম্পর্কে 'আত্মবিশ্বাসী' ইউরোপীয় কমিশনের প্রধান, উরসুলা ভন ডের লেইন। তিনি বলেন, চলতি মাসের শেষের দিকে ফ্রান্সের ব্রাসেলসে একটি গুরুত্বপূর্ণ ইইউ শীর্ষ সম্মেলন হবে। এরআগেই ইউক্রেনকে আনুষ্ঠানিক প্রার্থীর মর্যাদা দেয়া হবে বলে আশাবাদী তিনি।
এদিকে, ইউক্রেনের সীমান্ত অঞ্চল সুমি ও দোনেৎস্কে গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। রাশিয়ার হামলায় দোনেৎস্কে দুইজন নিহত হয়েছে। সুমি অঞ্চলের বিধ্বস্ত হয়েছে কয়েকটি আবাসিক ভবন। এদিকে, হাঙ্গেরিতে গ্যাস সরবরাহ চালিয়ে যাওয়ার প্রতিশ্র“তি দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্যাজপ্রম।
অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা জানিয়েছেন, লুক্সেমবার্গের এক বৈঠকে ইউক্রেনে আটকে থাকা লাখ লাখ টন শস্য মুক্ত করার উপায় নিয়ে আলোচনা করবেন তারা।