ইউক্রেনে হামলা আরও জোরদার করেছে রাশিয়া। দেশটির একাধিক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এ হামলায় আরও ১৭ জন বেসামরিক লোক নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মার্কারোভা জানিয়েছেন, ইউক্রেনে রাশিয়া তার যুদ্ধাপরাধ বাড়াচ্ছে। দেশটিতে রাশিয়ার এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হওয়ার ব্যাপারে বিশ্বকে সতর্ক করেছেন তিনি।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা এবং যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন, অধিকাংশ জি টোয়েন্টি জোটের পররাষ্ট্রমন্ত্রীরা। ইন্দোনেশিয়ায় জি টোয়েন্টি সম্মেলনের সমাপনী বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন হোস্ট।
এদিকে, রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র প্রধান জানিয়েছেন, ইউক্রেন কর্তৃপক্ষের প্রচেষ্টা ছাড়াই গতকাল ৫ হাজারের বেশি শিশুসহ প্রায় ৩০ হাজার মানুষকে ইউক্রেন থেকে রাশিয়ায় সরিয়ে নেয়া হয়েছে।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, ইউক্রেন আক্রমণে রাশিয়া ‘মিডিয়া সন্ত্রাস’ যোগ করেছে। দেশটির নাগরিকদের যেকোনো তথ্য বিশ্বাস করার আগে এর উৎস সম্পর্কে সতর্ক থাকতেও বলেছেন তিনি।