চলতি মাসের শেষে ঢাকায় প্রথম বারের মতো রাজনৈতিক সংলাপে বসতে যাচ্ছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন। আঞ্চলিক ইস্যুও সংলাপে যথেষ্ট প্রাধান্য পাবে।
আর রাজনৈতিক সংলাপের পর ১৮ থেকে ২০ জুলাই বাংলাদেশ সফর করবে ইউরোপীয় পার্লামেন্টের একটি শক্তিশালী প্রতিনিধি দল। রাজনীতির চেয়ে বেশি জোর দেবে শ্রম অধিকার ও বাণিজ্য সম্পর্কের ওপর।
রাজনৈতিক সংলাপে ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এনরিকে মোরা। সংলাপে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
আগামী সাধারণ নির্বাচনের আগে ইইউ'র সঙ্গে রাজনৈতিক সংলাপকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।