উয়েফা নেশনস লিগে এবারের আসরে ইংল্যান্ড ফুটবল দলের দুর্দশা যেন কাটছেই না। মাত্র ১০ দিনের মধ্যে টানা দ্বিতীয়বারের মতো হাঙ্গেরির কাছে হেরেছে ইংল্যান্ড। হেরে গেছে বললে অবশ্য ভুলই হবে। হাঙ্গেরি যে রীতিমত বিধ্বস্ত করেছে গ্যারেথ সাউথগেটের দলকে।
মঙ্গলবার (১৪ জুন) রাতে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের ঘরের মাঠ মলিনিউ স্টেডিয়ামে ইংল্যান্ডকে ৪-০ গোলে বিধ্বস্ত করে হাঙ্গেরি। এর আগে গত ৪ জুন হাঙ্গেরির কাছে ১-০ গোলে হারে ইংলিশরা। যেটাকে ধরা হচ্ছিল আপসেট হিসেবে।
চলমান নেশনস লিগে চার ম্যাচ খেলে জয়শূন্যই রইলো ইংল্যান্ড। ২০১৪ সালের পর এই প্রথম টানা চার ম্যাচে জয়ের মুখ দেখলো না ১৯৬৬ সালের বিশ্বকাপজয়ীরা।
এদিকে এই দুই ম্যাচের আগে গত ৬০ বছরে এই ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারেনি হাঙ্গেরি। সেই হাঙ্গেরিই ইংল্যান্ডকে নিয়ে এবার ছেলেখেলা খেললো।
এই জয়ে চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে হাঙ্গেরি। একই দিন আরেক ম্যাচে ইতালিকে ৫-২ গোলে হারানো জার্মানি ৬ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।