ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি’র বিরুদ্ধে করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১০ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (১৫ সেপ্টেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিলো। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।
আজ হাজিরা দিতে এসে পরীমণি বলেছেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী যখন আমার বাসায় অভিযান পরিচালনা করে, তখন সব ড্রয়ার ও আসবাবপত্র তছনছ করে ফেলে। এমনকি প্রেসক্রিপশনসহ আমার ওষুধের বক্সটা পর্যন্ত তারা নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘আমার গাড়িসহ অন্যান্য জিনিসের কোন কাগজপত্র আমার কাছে নেই। বাসায় আমি ছাড়া আর আমার কোন কিছুই নেই।
আজ দুপুর ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদার-এর আদালতে তিনি হাজিরা দেন।
এর আগে মাদক মামলায় ২৭ দিন কারাভোগের পর চলতি মাসের ১ তারিখ গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি।
গত ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে পরীমণিকে আটক করে র্যাব। তার বাসা থেকে উদ্ধার করা হয় বিপুল বিদেশি মদসহ এলএসডি ও আইস নামে মাদক।
পরদিন বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পরীর বিরুদ্ধে মামলা করে র্যাব। মামলাটিতে আদালত পরীমণিকে প্রথম দফায় ৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়। পরবর্তীতে এই নায়িকাকে আরও দুই দফায় তিন দিনের রিমান্ডে পাঠায় আদালত।