ক্রিকেট বিশ্বের দলগুলোর বেশ ব্যস্ত সময় কাটচ্ছে। প্রায় প্রতিটি দলই কোনো না কোনো ফরম্যাটের সিরিজ খেলছে। কয়দিন আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলেছে পাকিস্তান। আর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছে আফগানিস্তান।
চলতি বছরই প্রতিবেশি দেশ দুইটির মধ্যে প্রস্তাবিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তানের ব্যস্ততার কারণে সম্ভাবনা শেষ হয়ে গেছে।
শনিবার (২৫ জুন) পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম ডেইলি জং এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট দলের ক্রমাগত ব্যস্ততার কারণে আগামী বছরের এপ্রিল পর্যন্ত সিরিজটি হওয়া সম্ভব নয়। আফগানিস্তানের সঙ্গে সিরিজের জন্য একটি নতুন সময় খোঁজা হচ্ছে।
ওই প্রতিবেদনে আরো জানা যায়, পাকিস্তান ক্রিকেট দল নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলবে। তাতে পাকিস্তানের অপর দুই সঙ্গী নিউজিল্যান্ড ও বাংলাদেশ। সিরিজ আয়োজনের বিষয়ে তিন বোর্ডের মধ্যে আলোচনা হয়েছে।
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাবে পাকিস্তান। ১৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে সিরিজ অনুষ্ঠিত হবে।