চট্টগ্রামে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা করতে ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনীর উদ্ধারকারী একটি দল। আজ (রোববার) সকাল সাড়ে ১০টার দিকে সেনাবাহিনীর টিমটি ঘটনাস্থলে পৌঁছায়।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন জানান, ডিপোর বর্জ্য একটি ড্রেন দিয়ে ভেসে যাচ্ছে। সেই ড্রেন একটি খালের সাথে সংযুক্ত যা সাগরে গিয়ে মিশেছে। ডিপোর কোনো বর্জ্য যাতে ড্রেন থেকে খাল হয়ে সাগরে না যায় এবং অন্যান্য আনুষঙ্গিক সহায়তা করবে সেনাবাহনীর টিম। সেনাবাহিনীর অফিসারসহ ১৫০ থেকে ২০০ জন সদস্য তাদের সরঞ্জামসহ এসেছেন। ইতোমধ্যেই তারা কাজ শুরু করেছেন।
সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল শাহনাজ সুলতানা বলেন, রাসায়নিক যাতে সবদিকে ছড়িয়ে যেতে না পারে সেজন্য সেনাবাহিনীর শতাধিক সদস্য কাজ করছেন। আশপাশে কোনও নালা আছে কি-না তাও খুঁজে দেখা হচ্ছে। এসব রাসায়নিক যাতে সমুদ্রে ছড়িয়ে না পড়ে, সেজন্য চেষ্টা চালাচ্ছি।