ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন তারকা ব্যাটার জনি বেয়ারস্টো। গত দুই মাসে তার কাঁধে ভর রেখে একের পর এক জয় পেয়েছে ইংল্যান্ড। বিধ্বংসী ব্যাটিংয়ে দলকে জিতিয়েছেন সিরিজ।
এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তিনি পেলেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের স্বীকৃতি। জুন মাসের সেরা খেলোয়াড় হিসেবে তাকে নির্বাচিত করেছে আইসিসি। বেয়ারস্টোর সঙ্গে মাসসেরার দৌড়ে ছিলেন তারই স্বদেশি জো রুট ও নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।
গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে জনি বেয়ারস্টো অসাধারণ ব্যাটিং করেন। ইংল্যান্ডের বিস্ফোরক এই ব্যাটার তিন ম্যাচের সিরিজে করেন ৩৯৪ রান। গড় ছিল ৭৮.৮০!
সিরিজে ২টি সেঞ্চুরির পাশাপাশি ১টি হাফসেঞ্চুরি করেছিলেন বেয়ারস্টো। এছাড়া ভারতের বিপক্ষে পঞ্চম টেস্টে মারকুটে ব্যাটিংয়ে দুই ইনিংসেই সেঞ্চুরি করে ইংল্যান্ডকে রেকর্ড জয় এনে দেন এই ব্যাটার।
এদিকে নারী ক্রিকেটে আইসিসির মাসসেরার পুরস্কার জিতেছেন দক্ষিণ আফ্রিকার মারিজানে ক্যাপ।