আওয়ামী লীগের সাবেক নেত্রী আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকীতে তাঁর কবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। বুধবার সকালে বনানী কবরস্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের পক্ষ থেকে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এসময় তিনি বলেন, পঁচাত্তরের ধারাবাহিকতায় শেখ হাসিনাকে হত্যা করতেই ২১শে আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল। আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহারে ইসির সিদ্ধান্তের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যারা স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট চায় না তারাই ইভিএম এর বিরোধীতা করছে।
২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলায় আহত হয়ে ২৪শে আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান আইভি রহমান। তিনি সাবেক রাষ্ট্রপতি জিলুর রহমানের স্ত্রী।