টোকিও অলিম্পিকে আর্চারির এলিমিনেশনসের প্রথম রাউন্ডে যুক্তরাজ্যের টম হলকে হারিয়ে পরবর্তী রাউন্ডে গেছেন বাংলাদেশের রোমান সানা। তিনি জয় পেয়েছেন ৭-৩ ব্যবধানে।
পুরুষ এককে মঙ্গলবার (২৭ জুলাই) সকালে রোমান-হলের লড়াই শুরু হয়। শেষপর্যন্ত বড় ব্যবধানে জিতেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন সানা।
ইতিমধ্যে শুরু হয়ে গেছে দ্বিতীয় রাউন্ডের খেলা। এই রাউন্ডে সানার প্রতিপক্ষ কানাডার ডিউনাস ক্রিসপিন। এখানেই জিতলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবেন রোমান।
এর আগে র্যাংকিং রাউন্ডে পুরুষ ইভেন্টে বিশ্বের ৬৪ জন আর্চারের সঙ্গে লড়াই করে সানা ১৭তম স্থানে টিকে ছিলেন। যদিও শুরুর দিকে তিনে ছিলেন শীর্ষ দশে।