বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হবে যারা বিশ্বাস করে তারা নাস্তিক, আল্লাহর উপর তাদের বিশ্বাস নাই।
শনিবার (১৬ জুলাই) যশোর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধনির হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
এ সময় রাজধানীসহ সারাদেশে লোডশেডিংয়ের সমালোচনা করে গয়েশ্বর বলেন, ‘কুইক রেন্টালের নামে কুইক কমিশনের টাকা ফেরত দিতে হবে ক্ষমতাসীনদের। দুর্নীতির টাকা ফেরত দিতে হবে সরকারকে। এক পদ্মা সেতুর কথা বলে ১৩ বছরের গুম খুন নির্যাতনকে ঢাকা যাবে না।’
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ‘এখন কথার জবাব নয়, ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে।’
নির্বাচন শব্দটি মুখে না আনতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপির উদ্দেশ্যে হচ্ছে এই ফ্যাসিবাদী সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।’