৪ গণতন্ত্রপন্থির মৃত্যুদণ্ড কার্যকর করায় মিয়ানমারের ওপর চীনের চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র বিভাগ। সেইসঙ্গে, মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি না করতে বৈশ্বিক একতা গড়ার আহ্বান জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র নেড প্রাইস জানান, এই ঘটনায় মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সম্পর্ক আর স্বাভাবিক হবে না। মিয়ানমারের সঙ্গে চীনের সুসম্পর্ক এবং প্রভাব বিস্তারের ক্ষমতার দিকে ইঙ্গিত করে এবিষয়ে বেইজিংকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে আরও পদক্ষেপের আভাস দিয়ে অন্যান্য দেশকেও এবিষয়ে উদ্যোগী হতে বলেন নেড প্রাইস।
এদিকে, কোন দেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ না করার বার্তা দিয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়। তবে, বিভেদ ও সংকট সমাধানে মিয়ানমারের সামরিক সরকারকে আইন ও সংবিধান মেনে চলার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। সোমবার ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি-এনএলডির সাবেক এমপিসহ চারজনের মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশ হয়। সূত্র: রয়টার্স