কোভিড কালিন সময়ে যেভাবে বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং করা হয়েছে একই ভাবে যাত্রীর তাপমাত্রাসহ শরীরে আর কোন উপসর্গ আছে কিনা তা মেনে যাত্রীদের দেশে প্রবেশ করানো হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
সোমবার (২৩ মে) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক বিষয় পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আক্রান্ত দেশ থেকে আগত যাত্রীদের বিশেষভাবে স্ক্রিনিং করা হবে।
এ সময় প্রতিমন্ত্রী আরও জানান, বিমানবন্দরে যাত্রীরা যাতে স্বপ্লসময়ে যাত্রীরা লাগেজ পায় এ ব্যবস্থাও করা হয়েছে।