সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার আইনের প্রত্যাহার হচ্ছে ৫৮১৮ মামলা নদী দূষণমুক্ত করা গেলে পরিবেশ উন্নত হবে ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক অফিস আদালত খুলেছে, যানচলাচল স্বাভাবিক ছাগলকাণ্ডে মতিউর ও তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত বরুড়ায় মামার বিরুদ্ধে ভাগিনার প্রতারণার গুরুতর অভিযোগ! মোশারফ প্যারিস অলিম্পিকে ডাক পেলেন অলিম্পিক রিংয়ে সাজবে আইফেল টাওয়ার প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা! বরিশাল প্লে-অফে শক্তিশালী হচ্ছেন রওশন, দুর্বল জিএম কাদের! খাদ্যপণ্যের দাম বেড়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ৪৮ নারী প্রার্থী সিরিজ নির্বাচন করতে চায় ইসি

ভালোবাসায় সিক্ত মাহমুদউল্লাহ: এক জীবনে টেস্ট ক্যারিয়ারে ইতি

ক্রীড়া প্রতিবেদক
আপডেট : জুলাই ১২, ২০২১

যদিও আনুষ্ঠানিকভাবে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে বিসিবি কাউকেই টেস্ট ছেড়ে দেওয়ার বিষয়টি অবগত করেননি মাহমুদউল্লাহ। তবে সতীর্থদেরকে নিজের অবস্থান জানিয়েছেন। সতীর্থরাই হারারে টেস্টের পঞ্চম দিনে মাঠে নামার আগে ‘গার্ড অব অনার’ দিয়েছেন। ম্যাচ শেষে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সতীর্থদের বিভিন্ন পোস্টে ভালোবাসায় সিক্ত হলেন মাহমুদউল্লাহ।

রবিবার ম্যাচ শেষে মাহমুদউল্লাহকে ঘিরে উৎসব চলে। ম্যাচসেরার পুরস্কার নেওয়ার পর এই অলরাউন্ডারকে জড়িয়ে ধরেন সাকিব আল হাসান। ড্রেসিংরুমে মাহমুদউল্লাহকে ঘিরে চলে উৎসব। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব ছবি দিয়ে মাহমুদউল্লাহর প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করেছেন তারা।

৫০ ম্যাচে ৯৪ ইনিংসে মাহমুদউল্লাহর রান ২ হাজার ৯১৪। ৩৩.৪৯ গড়ে ৫ সেঞ্চুরি ও ১৬ হাফসেঞ্চুরি আছে তার নামের পাশে। এছাড়া ৬৬ ইনিংসে বোলিং করে ৪৩ উইকেট নিয়েছেন তিনি।

তামিম ইকবাল নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘লাল বলের ক্রিকেটে আপনার সেবার জন্য ধন্যবাদ মাহমুদউল্লাহ রিয়াদ ভাই। সীমিত পরিসরের ক্রিকেটে দারুণ কিছু সময় কাটানোর অপেক্ষায় আছি।’

মাহমুদউল্লাহকে জড়িয়ে ধরে একটি ছবি পোস্ট করে মুশফিকুর রহিম ক্যাপশন করেছেন, ‘আপনার ৫০তম টেস্টে ম্যাচে ম্যান অব দ্য পুরস্কার এবং ম্যাচ উইনিং পারফরম্যান্সের জন্য অভিনন্দন। দারুণ জয় পেয়েছি।’

নিজের অভিষেক টেস্টের কথা মনে করিয়ে রুবেল হোসেন লিখেছেন, ‘রিয়াদ ভাই সবসময় আমার কাছে বড় অনুপ্রেরণা। আমরা একসঙ্গে টেস্ট অভিষেক করেছিলাম। ভবিষ্যতে আর একসঙ্গে সাদা জার্সিতে খেলা হবে না ভেবে খারাপ লাগছে। তবে আশা করছি, ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে আরও দীর্ঘ সময় পাবো ইনশাআল্লাহ্।’

হারারে টেস্টে সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত লিখেছেন, ‘আমি যেকোনও দলে খেলি না কেন, তার মতো একজন রত্নকে ড্রেসিংরুমে পেয়েছি। আপনার থেকে অনুপ্রেরণার পাশাপাশি অনেক কিছু শিখেছি। টেস্ট ক্রিকেটে দেশকে যে সেবা দিয়েছেন সেজন্য ধন্যবাদ। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক।’

মাহমুদউল্লাহর সঙ্গে ট্রফি নিয়ে অধিনায়ক মুমিনুল হক লিখেছেন, ‘রিয়াদ ভাই এটা অনেক বড় সম্মানের। আপনার অবদান ও ভালোবাসার জন্য আপনাকে ধন্যবাদ।’

 

জাতীয় দলের বাইরে থাকা ইমরুল কায়েস লিখেছেন, ‘আমার একজন কাছের মানুষ, বন্ধু, বড় ভাই- যাকে আমি সবসমায় শ্রদ্ধা করি, তিনি মাহমুদউল্লাহ রিয়াদ। তার সিদ্ধান্তকে আমি সবসময় সম্মান করি। তার বাকি ক্যারিয়ার সফল হোক। টেস্ট ক্রিকেট আপনাকে মিস করবে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ