যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার (২২শে জুন) বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে। সেখানকার ফেডারেল এভিয়েশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ।
সংবাদমাধ্যমটি জানায়, ইউএইচ-১বি নামের হেলিকপ্টারটি লোগান কাউন্টি বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে থাকা সমস্ত যাত্রীদের মধ্যে ছয়জন নিহত হয়। তবে, তাদের পরিচয় এখনও জানা যায় নি।
এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এ দুর্ঘটনার তদন্ত করছে।