বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:০২ অপরাহ্ন

ভারতের বিহারে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ২০, ২০২২

ভারতের বিহার রাজ্যে বজ্রপাতে ১৭ জন মারা গেছে। গত শনিবার (১৮ জুন) রাত থেকে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’। এক টুইটার বার্তায় এ ঘটনায় শোক প্রকাশ করেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ভুক্তভোগীদের পরিবারকে চার লাখ রুপি করে সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন তিনি।

নীতীশ কুমার জানান, রাজ্যটির ‘ভাগলপুরে ৬ জন, বৈশালীতে ৩ জন, খাগাড়িয়ায় দুই জন, কাটিহার, সহরসা, মাধেপুরা, মুঙ্গেরে মারা গেছে একজন করে এবং বাকি দুইজনের মৃত্যু হয়েছে বাঙ্কায়।

এর আগেও একাধিক বার বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটেছে বিহার রাজ্যে। দুর্ঘটনা এড়াতে রাজ্যের সবাইকে আবহাওয়ার পূর্বাভাস মেনে চলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

এদিকে, দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, আরও কয়েকদিন বিহারে ভারি বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ