২০১০ বিশ্বকাপ জয়ী স্প্যানিশ মিডফিল্ডার সেস ফ্যাব্রেগাস ইতালিয়ান দ্বিতীয় বিভাগের ক্লাব কোমোতে যোগ দিয়েছেন বলে সিরি-বি ক্লাব সূত্র নিশ্চিত করেছে।
৩৫ বছর বয়সী এই মিডফিল্ডারকে লিগ ওয়ানের ক্লাব মোনাকো থেকে দলে ভেড়াতে কোমোর কি পরিমার অর্থ ব্যয় হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। মোনাকোর সাথে ফ্যাব্রেগাসের চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। এর আগে আর্সেনাল, বার্সেলোনা ও চেলসির মত বড় ক্লাবে খেলার অভিজ্ঞতা ফ্যাব্রেগাসের রয়েছে। ফর্মহীনতার কারনে সেপ্টেম্বরের পর থেকে মোনাকোর হয়ে মূল একাদশে আর খেলা হয়নি ফ্যাব্রেগাসের। দীর্ঘ ক্যারিয়ারে গত মৌসুমটাকে সবচেয়ে হতাশাজনক হিসেবে মন্তব্য করে এই স্প্যানিয়ার্ড বলেছেন, ‘ব্যক্তিগত পর্যায়ে একটি বাজে সময় কাটিয়েছি। প্রতিটি পেশাদার ফুটবলারই খেলতে চায়, এতে করে সে নিজের গুরুত্বটা বুঝতে পারে। আমি এখনো খেলা চালিয়ে যেতে চাই। এভাবে ক্যারিয়ার শেষ করতে চাইনা। গত বছরটা একেবারেই ভাল যায়নি। প্রতিটি ম্যাচ আমি উপভোগ করতে চাই, ভাল একটি অনুভূতি নিয়ে ক্যারিয়ার শেষ করতে চাই। সবসময়ই আমি এমন ক্লাবের হয়ে মাঠে নামতে চেয়েছি যেখানকার মানুষের আমার প্রতি আস্থা আছে।’
ইতালিয়ান গণামাধ্যমের দাবী চেলসি ও ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার ডেনিস ওয়াইসের ক্লাব কোমো ফ্যাব্রেগাসের সাথে দুই বছরের চুক্তি করেছে। ১৯০৭ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি গত মৌসুমে ১৩তম স্থানে থেকে সিরি-বি লিগ শেষ করেছে। ইতালিয়ান কাপে শনিবার সিরি-এ ক্লাব স্পেজিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে কোমো তাদের নতুন মৌসুম শুরু করবে।