ঢাকার নবাবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাস চালকসহ তিনজন নিহত হয়েছেন।
রোববার (১৯ জুন) ভোর ৫টার দিকে নবাবগঞ্জের বাগমারা এলাকায় প্যারাগন হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, মাইক্রোবাসচালক মনির খান বিল্লাল (৩৫), যাত্রী আবুল কাশেম (৫০) ও ফারহানা (৮)। তাদের মধ্যে কাশেম ও ফারহানা ঘটনাস্থলে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনিরের মৃত্যু হয়।
নবাবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম শেখ (পিপিএম) গণমাধ্যমকে জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা দোহারের রায়পাড়ার বাসিন্দা। তারা সম্ভবত বিমানবন্দর থেকে ফিরছিলেন।