বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন

পছন্দের পুরুষের কথা বলেই দিলেন সাই পল্লবী

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ২১, ২০২২
পছন্দের পুরুষের কথা বলেই দিলেন সাই পল্লবী

সাই পল্লবী, নামটাই যেন বড্ড আকর্ষণীয়। ভারতের দক্ষিণী চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় মুখ সাই পল্লবী। প্রেমাম দিয়ে সিনেমা জগতে আসা সাই পল্লবীর প্রেমে হাবুডুব খাওয়া তরুণ-যুবকের অভাব নেই। তবে এবার তাদের জন্য সুখবর দিয়েছেন সাই পল্লবী। জানিয়েছেন নিজের স্বপ্ন পুরুষের গুণাগুনের কথা।

নাচ ও অভিনয়ে সমান দক্ষ সাই পল্লবী সম্প্রতি ধর্মীয় ইস্যু নিয়ে সোজা সাপ্টা মন্তব্য করায় সমালোচনার মুখে পড়েন। কিন্তু তাতে জল খুব বেশি ঘোলা হয়নি। এর আগেই সবাই অন্য কিছুর খোঁজ পেয়ে গেছে। কেননা কেমন ছেলে পছন্দ করেন সাই, তা নিজেই জানিয়েছেন।

এখনো অবিবাহিত সাই পল্লবী নিজের স্বপ্ন পুরুষের গুণাগুণ সম্পর্কে বলেন, আমি সেইসব ছেলেদের পছন্দ করি, যার হৃদয়টা খুবই কোমল ও সংবেদনশীল। হৃদয় থেকে যদি সে কিছু বলে আমি সেটা শুনতে পছন্দ করবো। যারা নিজেকে নিয়ে গর্ববোধ করে সেসব পুরুষদের আমার পছন্দ নয়। যারা মেয়েদের উদ্দেশ্য প্রণোদিতভাবে আঘাত করে না এবং আত্মত্যাগী তাদেরকে আমার পছন্দ।

প্রেমাম দিয়ে সিনেমায় নাম লেখানো পল্লবীকে পেছনে ফিরে যেতে হয়নি। উপহার দিয়েছেন মারি, কালি, পাডি পাডি’র মতো জনপ্রিয় সব সিনেমা। সর্বশেষ মুক্তি পেয়েছে তার সিনেমা ‘বিরতা পারভাম’। বর্তমানে ব্যস্ত রয়েছেন ‌‘গার্গি’ সিনেমার শুটিং নিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ