জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আফগানিস্তানের অর্থনীতি একেবারে ভেঙ্গে পড়া এড়াতে তালেবানের সাথে নিযুক্ত থাকার ব্যাপারে সোমবার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর এএফপি’র।
আফগানিস্তান সরকারকে সহায়তায় আয়োজিত দাতা সম্মেলনের ফাঁকে গুতেরেস সাংবাদিকদের বলেন, ‘আফগানিস্তানের কার্যত: কর্তৃপক্ষকে আর্থিক সহায়তা দিয়ে তালেবানের সাথে নিযুক্ত থাকা ছাড়া দেশটির অভ্যন্তরে মানবিক সাহায্য প্রদান করা একে বারে অসম্ভব।’
তিনি আরো বলেন, ‘আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে তালেবানের সাথে নিযুক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’