ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরাইলি বাহিনীর অভিযানে শুক্রবার ভোরে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে।
তিন ফিলিস্তিনি গাড়িতে যাওয়ার সময় ইসরাইলি বাহিনী গুলি চালিয়ে তাদের হত্যা করে। ইসরাইলি বাহিনী সাম্প্রতিক মাসগুলোতে এই এলাকায় তাদের অভিযান বাড়িয়েছে।
ঘটনাস্থলে থাকা এএফপির একজন ফটোগ্রাফার মর্গে তিন যুবকের মৃতদেহ এবং যুবকদের বহনকারী সাদা গাড়িতে অনেক গুলির চিহ্ন দেখতে পেয়েছেন।