ইয়েমেনের কেন্দ্রিয় প্রদেশ আল-বায়দায় সংঘর্ষে একজন উচ্চপদস্থ কর্মকর্তা সহ বিদ্রোহী ও সরকারপন্থী সৈন্য মিলে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। সামরিক সূত্র বৃহস্পতিবার এএফপিকে একথা জানায়।
একজন সরকারি সামরিক কর্মকর্তা জানান, ‘আল-বায়দা জেলায় হুথি বিদ্রোহীদের সাথে লড়াইয়ে গত ২৪ ঘণ্টায় একজন কর্নেল ও অপর ১৯ অনুগত সেনাকে হত্যা করা হয়েছে।’ তিনি জানান, যুদ্ধক্ষেত্রে ৩০ জন বিদ্রোহীও অনুরূপ ভাগ্যের স্বীকার হয়েছে। হুথিরা খুব কমসংখ্যক হতাহতের কথা জানায়। তবে, সামরিক সূত্রের মাধ্যমে এ পরিসংখ্যান নিশ্চিত করা হয়।